মেনু নির্বাচন করুন

ইতিহাস

ইতিহাস :

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল উপজেলাধীন ১০ নং রসুলপুর ইউনিয়নের অন্তর্গত শালিয়াবহ গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা সমতল ভূমিতে প্রতিষ্ঠিত শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়। পুরো গ্রামটি শালবনে ঘেরা এবং পার্শ্ববর্তী গ্রামের চার রাস্তার মিলনস্থলে বিদ্যালয়টি জনসাধারণের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে বলেই এর নাম করণ হয়েছে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়টি ১৯৯৬ সালের ১৫ মার্চ স্থাপিত হয় এবং ১৯৯৯ইং সালে ডি.ডি অফিস ময়মনসিংহ কর্তৃক পাঠদান অনুমতি লাভ করে। ০১/০১/২০০২ইং সালে মাউশি থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ২০০৪ইং সালে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয় এবং ০১/০১/২০০৬ইং সাল থেকে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ের জন্য প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করে। ০১/০১/২০০৯ইং সালে একাডেমীক স্বীকৃতি লাভ করে। ১১ (এগার) সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ১২ (বার) জন শিক্ষক কর্মচারী অত্যন্ত দায়িত্বশশীলতার সাথে ৪০০ (চারশত) শিক্ষার্থীর মাঝে জ্ঞান ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।